23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

বিশ্বসুন্দরীর মঞ্চে ‘বোরকা’ পরে হাঁটলেন পাকিস্তানি নারী

বিনোদনবিশ্বসুন্দরীর মঞ্চে ‘বোরকা’ পরে হাঁটলেন পাকিস্তানি নারী
খবরটি শেয়ার করুন

প্রথমবারের মতো বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কোনো পাকিস্তানি নারী। ২০২৩ সালের প্রতিযোগিতায় শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছেন এরিকা রবিন নামে সেই পাকিস্তানি। তবে এখানেই শেষ নয়, শুধু দেশের হয়েই নয়, মিস ইউনিভার্সের ইতিহাস নতুন করে লিখেছেন ২৪ বছর বয়সী এই তরুণী। যেই পর্বে সুইমস্যুট পড়ার কথা ছিল, সেখানে ‘বুরকিনি’ পরে হাঁটেন তিনি।

বুরকিনি মূলত বোরকা ও বিকিনির সমন্বয়ে তৈরি এক ধরনের পোশাক। এতে বিকিনির মতো শরীর অনাবৃত থাকে না। বরং বোরকার মতো পুরো শরীর ঢাকা থাকে। সমুদ্র সৈকতে এই পোশাক মুসলিম নারীদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

এল সালভেদরের সান সালভেদরের হোসে অ্যাডলফো পিনেদায় বসেছে এবারের মিস ইউনিভার্সের আসর। সেখানে প্রথম পাকিস্তানি নারী হিসেবে অংশ নিয়েছেন এরিকা। ৭২ তম এই আসরে ২৪ বছর বয়সী এরিকা সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন।

তবে এই আসরে অংশ নেওয়ার আগে অনেক ঝড় গেছে এরিকার ওপর। তিনি বলেন, ‘আমি জীবনে যা বিশ্বাস করেছি সেটা নিয়েই দাঁড়িয়েছি। যখন আমি মিস ইউনিভার্স পাকিস্তান নির্বাচিত হই তখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমাকে হয়রানি ও হুমকির শিকার হই। কিন্তু আমি আমার বিশ্বাস থেকে সরে যাইনি।’

অনুষ্ঠানে অংশ নিয়ে এরিকা বলেন, ‘আমি কোনো হুমকিতে পিছিয়ে পড়িনি। একজন পাকিস্তানি হিসেবে আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করি।’

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন মিস নিকারাগুয়া।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x