চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট শাহপীর পাড়া এলাকা থেকে রিদুয়ানুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। রিদুয়ানুল ইসলাম ঐ এলাকার মোস্তাক আহমদের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন রিদুয়ান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় রুমে গিয়ে দেখা যায়- সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেচানো অবস্থায় ঝুলছিল তার লাশ। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি বিয়ে করেন রিদুয়ান। বিয়ের কয়েকদিন পর স্ত্রী বাপের বাড়ি গেলে আর ফিরে আসেননি। পারিবারিক ও মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্বজনদের।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।