23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

বেঁধে রাখা হলো কোহলিকে!

খেলাবেঁধে রাখা হলো কোহলিকে!
খবরটি শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবিতে দেখা যাচ্ছে চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। এমন ছবি যে দেখবে সেই অবাক হবে। প্রশ্ন উঠবে কে তাকে বেঁধে রাখলো। তবে ব্যাপারটা ঠিক তা নয়। এক বিজ্ঞাপনের ফটোশুটে তাকে বাঁধা হয়।

ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ছবি আপলোড করে ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলার সময় ঠিক এমনই অনুভূতি হয়।’

 

গত বছরের মার্চে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনভাইরাস। এরপর মার্চ থেকে থমকে যায় বিশ্ব ক্রীড়াঙ্গন। পরবর্তীতে জুলাইয়ে করোনার মধ্যেই শুরু হয় ক্রিকেট। তবে এখনও কড়া জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলছে বিশ্ব ক্রিকেট। জৈব-সুরক্ষা বলয়ের এক রকম বন্দি থাকেন ক্রিকেটাররা। কীভাবে ক্রিকেটাররা বন্দি থাকেন, সেটিই হয়তো বোঝাতে চেয়েছেন কোহলি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x