17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জাতীয়বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
খবরটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) হতাহতদের স্বজনদের সান্তনা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী ড. হাসান দিয়াবকে একটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

লেবাননের এই জাতীয় সংকটে বাংলাদেশের জনগণ ও সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে চারজন বাংলাদেশের নাগরিক নিহত এবং ৭৮ জন আহত হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ বিস্ফোরণে জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশ নৌ-বাহিনীর ২১ সদস্য আহত হওয়ার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x