মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউতে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো। অব্স্থা টালমাটাল। এরই মধ্যে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজের সমন্বয়কারী বৈজ্ঞানিক পরামর্শদাতা গ্রুপ ছাড়লেন শাহিদ জামিল। তিনি ইন্ডিয়ান সারস কোভ-২ জেনোমিক্স কনসোর্টিয়ামের (INSACOG) প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন।
যদিও বলা হয়েছে, এই কাজ ধীর গতিতে এগোচ্ছে। তবে পরে সেই কাজ দ্রুততার সাথে হচ্ছে, এমনটাই দাবি করা হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে মহামারীর ব্যাপারে বিজ্ঞানী শহিদ জামিল ভারত সরকারের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছিলেন। যার মধ্যে রয়েছে, করোনা রুখতে সরকারের ভুল সিদ্ধান্তের কথাও। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বৈজ্ঞানিক বিষয়গুলোতে নিজের কথা বলতে গিয়ে ভাইরাসটির বিস্তারকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের সমালোচনা করেছিলেন তিনি।
বিজ্ঞানীর কথায় জানুয়ারিতে মহামারী শেষ হয়ে গিয়েছে, তথ্য না জেনেই একথা নিজেরাই মেনে নিয়েছে কেন্দ্র। সেই মতো বেশ কিছু কাজও বন্ধ করে দেয়া হয়েছিল। তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষ আগেই বিশ্বাস করে ভুল করেছিল এই বিষয়টিতে।
সম্প্রতি শাহিদ জামিল নিউইয়র্ক টাইমসেও একটি প্রতিবেদন লিখেছিলেন যেখানে তিনি বলেছেন, করোনা পরীক্ষা বৃদ্ধি, আইসোলেট করার উপর জোর দেয়া হয়েছিল তাদের তথ্যে।
তিনি আরো বলেন, ‘এই সমস্ত পদক্ষেপে ভারতে আমার সহবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। তবে তাদের উপরও চাপ রয়েছে। ভারতে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণ তথ্যের ভিত্তিতে ভুল সিদ্ধান্ত নেয়া।’
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস