23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়, প্রশ্ন শ্রীলেখার

বিনোদনমানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়, প্রশ্ন শ্রীলেখার
খবরটি শেয়ার করুন

সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে নিজের মত দিলেন ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাম ঘরানার রাজনীতির সঙ্গে তার যুক্ত থাকার কথা কারও অজানা নয়। সমসাময়িক নানা ঘটনায় সরব থাকেন। এবার তিনি প্রশ্ন রাখলেন, মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?

ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, ধর্ম…উপাসনার হাতিয়ার নাকি যুদ্ধের?

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা জানান, ভালোবাসাই তার পরম ধর্ম। কোন ধর্মে মানুষকে খুন করার কথা বলা হয়? প্রশ্ন তোলেন শ্রীলেখা।

তিনি বলেন, ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ভেদাভেদের চেষ্টা চলতে থাকে। মানুষ যুদ্ধ চায়, শান্তি চায় না। এটা খুবই দুঃখের। হিন্দু মুসলমানকে মারুক কিংবা মুসলমান হিন্দুকে মারুক, আখেরে সাধারণ মানুষেরই মৃত্যু হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া উচিত।
শ্রীলেখার ভাষ্য, ২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সব করে যাচ্ছে। এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? কেন?

কুমিল্লার একটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন শিল্পী থেকে শুরু করেন সাধারণ মানুষ। শ্রীলেখার মতো আরও অনেকেই নিজের মতামত তুলে ধরেছেন।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x