বিনোদন ডেস্ক : আগামী ১৪ অক্টোবর জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের জন্মদিন। এরইমধ্যে জেনেছেন প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। তাই জন্মদিনের আনন্দটা এবার দ্বিগুণ হয়ে এসেছে পিয়ার জীবনে। পিয়া নিজেও ভীষণ উচ্ছ্বসিত। আজ শনিবার বাংলার রাজ-২৪কে পিয়া বলেন, এবারের জন্মদিনে এ খবরটি আমার জন্য সেরা উপহার।
মা হওয়ার খবর পিয়া নিজেই ভক্ত অনুসারীদের এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে বেবি বাম্পসহ তিনটি ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, আসছে ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যটির জন্য অপেক্ষা করছি। জীবনের নতুন ধাপ, নারীত্ব।
পিয়ার সেই পোস্টের নিচে ফেসবুক আর ইনস্টাগ্রামে বাংলাদেশের অসংখ্য তারকা, সহকর্মী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পিয়া জানান, অনাগত সন্তানের বিষয়টা ভীষণ আবেগময়।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া। আগামী বছরের শুরুতেই তাদের সংসারে নতুন অতিথি আসছে।
আরো পড়ুন : অনুমতি ছাড়াই সাগরে যুদ্ধজাহাজ প্রবেশ করায় চীনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে