নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রবিবার (১৮ অক্টোবার) মিরপুর ১০ এ অবস্থিত “স্পন্দন”শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোগে এক প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ছাত্রদের মনন মানসিকতা বিকাশে ও শারীরিক সুস্থ্যতা নিশ্চিতের লক্ষে এ খেলার আয়োজন করা হয়।
স্পন্দিত মনের ও জ্ঞ্যানের বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে “স্পন্দন”। বিজ্ঞানের বিষয়সমুহের প্রতি শিক্ষার্থীদের সকল ভীতি দূর করে প্রতি বিষয়কে ভিতর থেকে উপলব্ধি করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে একদল তরুন উদ্যোগতা।
তিনজন পরিশ্রমী স্বপ্নদর্শী মোঃ রবিউল ইসলাম রনি, মেহফুজ জহির শিশির ও সাদাত শাহরিয়ার সাব্বির এর অক্লান্ত প্রচেষ্টায় এবং একদল পরিশ্রমী তরুন ও যুবকের চেষ্টায় “স্পন্দন” আজ ৯ম-১২শ শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে আজ স্বপ্নসারথি।
৯ম -১২শ শ্রেনির বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ছাড়াও ইঞ্জিনিয়ারিংও ভার্সিটি ভর্তি প্রোগ্রামে তাদের রয়েছে পারদর্শিতা। অফলাইন এর পাশাপাশি বর্তমানে অনলাইনে তারা নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে সকল কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করছে।
শিক্ষা কার্যক্রম এর পাশাপাশি বিভিন্ন অলিম্পিয়াড ও ফেস্টে তাদের রয়েছে সক্রিয় অবদান। এছাড়াও মানবিক কাজেও তাদের আছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। করনাকালীন সময়ে বিভিন্ন সময়ে অসহায় মানুষের সহায়তায় তহবিল গঠন ও ত্রাণ বিতরনে তাদের ভূমিকা অনস্বীকার্য।
আরো পড়ুন : রাজধানীতে অছিম মন্ডল ট্রান্সপোর্ট লিঃ এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন!