12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

মিরপুর থেকে ‘নিখোঁজ’ ৫ শিশু উদ্ধার

জাতীয়মিরপুর থেকে ‘নিখোঁজ’ ৫ শিশু উদ্ধার
খবরটি শেয়ার করুন

সোমবার রাতে নেত্রকোনা থেকে দুই শিশুকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

এদিন রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ ছাড়া একই দিন রাজধানীর রূপনগর থেকে ‘নিখোঁজ’ আরেক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রূপনগর থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।

ডিবি যে দুই শিশুকে উদ্ধার করেছে, তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আর মিরপুর ও রূপনগর থানা পুলিশ যে তিন শিশুকে উদ্ধার করেছে, তাদের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।

মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x