1. admin@banglarraz24.com : banglarrazrobin :
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবারের মতো সৌদি মডেল! - Banglarraz24
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবারের মতো সৌদি মডেল!

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০১ জন দেখেছে
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবারের মতো সৌদি মডেল!

মিস ইউনিভার্সের মঞ্চে এবার সৌদি আরবের পতাকা হাতে দেখা যাবে এক ২৭ বছর বয়সী মডেলকে। ইতিহাসে তিনিই প্রথমবার সৌদির পতাকা হাতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে উঠতে যাচ্ছেন।

google news : banglarraz24

রুমি আলকাহতানি নামের ওই মডেলের ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা ১০ লাখ। সোমবার তিনি জানিয়েছেন, তিনি বিশ্ব সুন্দরীদের মঞ্চে তার দেশকে উপস্থাপন করতে যাচ্ছেন।

তিনি লিখেছেন, ‘আমি মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। এই প্রতিযোগিতায় এটাই সৌদি আরবের অভিষেক।’
এই ছবির সাথেই তিনি সৌদি আরবের পতাকাসহ নিজের ছবি প্রকাশ করেছেন।

আলকাহতানি রিয়াদে জন্মগ্রহণ করেছেন। তিনি এর আগেও বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews