ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন কাউন্সিলর বাপ্পি।
অভিযোগে বাপ্পি বলেন যখন থেকে আমি কাউন্সিরর নির্বাচিত হয়েছি তখন থেকে আমি লক্ষ করেছি যে কোনো ছোটখাটো বিষয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা হয়রানি মুলক সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি চক্র আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে তারা বিভিন্ন মূলধারার গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাচ্ছে।
তারা চাই আমি যেন আমার দায়িত্ব পালন না করতে পারি আমি অল্প সময়ে বেশ কিছু বড় বড় দায়িত্ব পেয়েছি যা নিজের সাধ্যমত পালন করার চেষ্ঠা করেছি। আমি কখনো নিজের আচারন দ্বারা কাউকে কষ্ট দিতে চাইনি হয়তোবা আমার অজান্তে কেউ আমার দ্বারা কোন কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি খুবি দুখিত তবুও সমাজের দশজনের ভালো করতে গেলে দুই একজনের ক্ষতি হয়ে যাই।
আমি কখনো জেনেবুঝে কারো কোনো ক্ষতি করার চেষ্ঠা করি না, কেউ আমার দ্বারা কষ্ট পাবে তা আমি চাই না। আমি জনগনে একজন কর্মী ৬নং ওয়ার্ড বাসী আমাকে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। আমাকে একজন কাউন্সিলরের দায়িত্ব দিয়েছে, এভাবে যদি আমাকে সব সময় হয়রানী করা হয় তাহলে আমাকে যারা বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি আপলন করবো কি ভাবে।
তাই আমি সকলের কাছে অনুরধ করবো আমাকে এভাবে মিথ্যা অপবাধ দিয়ে হয়রানী না করা হয়।
সাংবাদিক জাতীর বিবেক একজন সংবাদর্কী তার সংবাদ দ্বারা সমাজকে সচেতন করেন। তারা নিজ সার্থে নিরঅলস ভাবে দেশ ও জাতীর জন্য কাজ করে যান তাই তাদের প্রতি সব সময় আমি কৃতজ্ঞ। তারা লিখবে তাদের এই লিখার দ্বারা আমরা চিনি সমাজে মুখশ ধারি অপরাধিদের তাই আমি আবারো বলতে চাই আপনারা লিখুন সত্য টাকে তুলে ধরুন অপরাধিদের বিচার হোক একজন নিরঅপরাধি মানুষকে অপরাধি বানাবেন না।