1. admin@banglarraz24.com : banglarrazrobin :
যে লক্ষণ দেখলে ডায়াবেটিস এর পরীক্ষা জরুরি - Banglarraz24
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

যে লক্ষণ দেখলে ডায়াবেটিস এর পরীক্ষা জরুরি

 • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
 • ৬৫ জন দেখেছে
যে লক্ষণ দেখলে ডায়াবেটিস এর পরীক্ষা জরুরি

দীর্ঘমেয়াদী ব্যাধি ডায়াবেটিস। যা বর্তমানে প্রতিটি ঘরে ঘরেই দেখা দিচ্ছে। ছোট থেকে বুড়ো সবার শরীরেই বাসা বাঁধছে এই রোগ। একবার ডায়াবেটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখা হয়ে ওঠে বেশ কষ্টকর।

google news : banglarraz24

বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতন থাকতে হবে।

ডায়াবেটিস হওয়ার আগেই প্রি-ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-

 • ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
 • দুর্বল লাগা, ঘোর ঘোর ভাব আসা
 • ক্ষুধা বেড়ে যাওয়া
 • সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
 • মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
 • কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া
 • শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা
 • চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
 • বিরক্তি ও মেজাজ খিটখিটে হওয়া
 • চোখে কম দেখতে শুরু করা

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এ জন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়।

এখন অনেক ফার্মেসিতে স্বল্পমূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায়। সেখান ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews