নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১১ বাউনিয়াবাধে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২জুন রাজধানীর মিরপুর ১১ বাউনিয়াবাধে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন বেশ কিছু পরিবার। সে সব পরিবারের মাঝে সোমবার ১৪জুন মিরপুর ১১ বাউনিয়াবাধে বিকাল ৪ঘটিকার সময় ২২ জনকে নগদ ৭৫০০ টাকা প্রদান করা হয়।
ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এর উদ্যোগে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন। আনোয়ার হোসেন রনি,প্রচার ও প্রকাশনা সম্পাদক, পল্লবী থানা আওয়ামী লীগ,ঢাকা মহানগর উত্তর। মোঃ আফাজ উদ্দিন সরদার,সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ। হাজ্বী মোঃ সুলতান সরদার, কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর।
হাজ্বী মোঃ আলতাফ হোসেন,সভাপতি,৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর উত্তর। আলহাজ্ব মোঃ জুয়েল রানা,সাবেক সাধারন সম্পাদক,পল্লবী থানা আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর উত্তর। মোঃ আমির মোল্লাহ,৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সহ আরও অনেকে।