জাহিদুল ইসলাম : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খান আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ৩১ আগষ্ট মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের প্রাঙ্গণে আয়োজিত হয় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাঁ খান মিন্টু ।
(সভাপতি,শাহ্আলী থানা আওয়ামীলীগ।) বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন।
এছাড়াও বিশেষ অতিথি- মুজিব সারোয়ার মাসুম কাউন্সিলর ( সাবেক কার্যকরী সদস্য আওয়ামীলীগ), বিশেষ অতিথি- এসএম হানিফ ( সভাপতি মিরপুর থানা আওয়ামীলীগ) বিশেষ অতিথি- (কাজী আজাদ,সেক্রেটারি মিরপুর থানা আওয়ামীলীগ) বিশেষ অতিথি- কাজী ফরিদুল হক হ্যাপি ( সেক্রেটারি দারুসসালাম থানা আওয়ামীলীগ) বিশেষ অতিথি- সাইফুল আলম খান (সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সাভার থানা আওয়ামীগ) বিশেষ অতিথি- মামুনি ভুইয়া মনি ( প্যানেল চেয়ারময়ান ঢাকা জেলা পরিষদ) অতিথি : আজম খান (সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ) মুকুল খান (সম্পাদক দৈনিক বাংলাদেশ সংবাদ) মো: ইসলাম ( দারুসসালাম থানা সেচ্ছাসেবকলীগ)সহ আরও অনেকে।
আলোচনাসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু বলেন, শোকাবহ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করা হবে।
সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেন, ষড়যন্ত্রের মাস আগস্ট। রাজপথের সৈনিকরা যেকোনো অপশক্তি ষড়যন্ত্র রুখে দিতে অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে।
আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মুজিব সারোয়ার মাসুম, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ, মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদ, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি প্রমুখ।
এসময় আয়োজন কালে উপস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটির সদস্য নাবিল খানের সমর্থকগন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।