র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গুলশান থানাধীন গুলশান- ০২ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২১ (একুশ) বোতল বিদেশী মদসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ শাহাবুদ্দিন (৪৭), ২। মোঃ আবুল বাশার (৩২), ৩। মোঃ আব্দুল কুদ্দুস আলী (২৫) ও ৪। নাঈম ইসলাম (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১ (এক) টি প্রাইভেট কার, ০১ (এক) টি মটরসাইকেল, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১৪,৬০০/- (চৌদ্দ হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।
এছাড়া গত ০৬/০৯/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:১৫ ঘটিকা হইতে ১৯:৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুর বালুরমাঠ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৫০ (দুইশত পঁঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ জুয়েল (২৪) ও ২। কালু মিয়া (২৫) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ-৮৪৫/-টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও তারিখ আনুমানিক ২২.৪৫ হইতে ২৩.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন ২৮, নিউ ইস্কাটন রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী হুইসকি ও ২৪ ক্যান বিদেশী বিয়ারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মনির হোসেন (৩৫), ২। মোঃআলআমিনরনি (২৫) ও ৩। মোঃজিসান (২৫) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৫২২০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন গুলশান, মতিঝিল ও হাতিরঝিলসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিদেশী মদ, গাঁজা ও বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।