বার দেখা হয়েছে:
৩,৩৮১
মোঃ শরিফুল ইসলাম (রবিণ) : রাজধানীর মিরপুর ১২ পল্লবী সিরামিক্স রোডে ৩ কেজি গাজা সহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে পল্লবী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর ১২ পল্লবী সিরামিক্স রোডে পুলিশের চেকপোষ্টে সন্দেহজনক ভাবে এক মহিলাকে আটক করে পুলিশ, পরে তার হাতে থাকা একটি স্কুল বেগ তল্লাশি করে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জানান, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা একটি অভিযান পরিচালনা করি এবং গোপন সূত্রের ভিত্তিতে এস.আই আনোয়ারুল ইসলাম ও এ.এস.আই হরিদাস রায় ও অন্যান্য ফোর্সসহ মেহেরুন নেছা আখি নামের একজন মহিলাকে চিহিত করে, পরে তাকে তল্লাশি করে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। আমাদের অভিজান চলমান থাকবে এই গাজা কথায় কথায় যেত এবং কার কার কাছে যেতো আমরা তদন্তে করে সেগুলো বের করব।