17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

রাজধানীর পল্লবীতে দুটি প্লট দখলমুক্ত করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

জাতীয়রাজধানীর পল্লবীতে দুটি প্লট দখলমুক্ত করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
খবরটি শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে দুটি প্লট দখলমুক্ত করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ মীরপুর অঞ্চল কতৃক দুটি অবৈধ দখল উচ্ছেদ করে আসল মালিকদের বুঝিয়ে দেয়। দুটি প্লটের একটি পল্লবীর কালসীর প্রধান সড়কে একটি এবং এভিনিউ ফাইভে ১৭ নাম্বার রোড এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

কালশীতে উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনার সময় দখলদারদের সঙ্গে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উপস্থিত এলাকাবাসী জানান কোন নোটিশ ছাড়াই এই উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত গৃহায়নের নির্বাহী প্রৌকশলী জোয়ার্দার তাবেদুন নবী শলক বলেন ‘অবৈধ উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। সময়ের ব্যবধানে মীরপুরের সকল অবৈধ দখল উচ্ছেদ করা হবে।’

এভিনিউ ফাইভে ১৭ নাম্বার রোড এ উচ্ছেদ অভিযান চলা কালীন সময় শেখ মোহাম্মদ আলী আড্ডু বলেন এই প্লট এর মালিক আমার এক বন্ধুর খালা, কিছুদিন আগে জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ তাকে সেই প্লটে দখলে যেতে বলে আমরা সে প্রকৃত মালিক হিসাবে চিনি ও জানি সে আমাদের কাছে সহযোগীতার জন্য আসলে আমি তাকে সাহায্য করতে চাই ।
দখলদারদের জায়গার প্রকৃত মালিকে বুঝিয়ে দিতে বলি । প্রকৃত মালিককে সহযোগিতা করতে যাওয়ার কারনে তারা আমাকে ও হয়রানি করতে শুরু করে । আরা আমাকে পরিকল্পনা করে আমার বিরুদ্ধে একটি মামলা করে এবং আমার প্রানের প্রিয় সংগঠন এফ এন এফ গুপ এর বিরুদ্ধে বিভিন্ন প্রত্র পত্রিকাতে ভিক্তিহিন সংবাদ প্রকাশ করে আমাকে দমন করার চেষ্টা করে ।

তিনি আরো চ্যালেঞ্জ করে বলেন এই উচ্ছেদ দ্বারা প্রমাণিত হয়েছে যে আমি কখনো কোন অপরাধের সাথে জড়িত ছিলাম না আমি কখোনই কোন অপরাধকে আশ্রয় বা প্রশ্রয় দেই নাই। এই করোনা মহামারির সময়ও নিজের স্বাধ্য মত প্রায় ২০,হাজার অসহায় মানুষকে প্রয়োজনীয় খাদ্র ও করোনা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি তার প্রমান বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x