চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় গ্যাস সিলিন্ডারের আঘাতে মোহাম্মদ আলী নাজিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর এলাকার মাদার স্টিল নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলী একই উপজেলার কুমিরা ইউনিয়নের হাজিপাড়ার জানে আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জাহাজের মালামাল কিনতে কারখানাটিতে যান মোহাম্মদ আলী। সেখানে মালামাল দেখছিলেন তিনি। এর পাশেই অক্সি-এসিটিলিন শিখা দিয়ে জাহাজ কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
একপর্যায়ে একটি গ্যাস সিলিন্ডারের মুখ থেকে পাইপ খুলে গেলে মোহাম্মদ আলীর মুখে গিয়ে আঘাত করে সিলিন্ডারটি। এতে মুখ থেঁতলে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।