স্বাধীনতার ৫০ বছর পূর্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী এবং মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিজাফ তারকা অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল মুস্কানের সহ-সম্পাদক ও ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ
গত বুধবার (১ ডিসেম্বর) ১৬ তম (মিজাফ) এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এম.পি উপস্থিত থেকে নাট্যকার, সাংবাদিক, সংগঠক, শিল্পী ও গুণী ব্যক্তিত্বদের পুরষ্কার প্রদান করেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পির বাংলাদেশ গানের কোরিওগ্রাফি করেন সৌরভ সোহাগ
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) এর সভাপতি সাঈদ মাহমুদ।
অনুষ্ঠানে ওমর সানি (জনপ্রিয় অভিনেতা), চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান (শ্রেষ্ঠ সংগঠক), রিমন মাহফুজ (শ্রেষ্ঠ সাংবাদিক), শ্রেষ্ট নাট্য পরিচালক হিসেবে শফিউল আলম বাবু ও অভিনেত্রী হিসেবে নাবিলা আলম পলিন মিজাফ পুরষ্কার অর্জন করেন।

শেষ হলো জমকালো ফ্যাশন শোর মাধ্যমে মিজাফ তারকা অ্যাওয়ার্ডশেষ হলো জমকালো ফ্যাশন শোর মাধ্যমে মিজাফ তারকা অ্যাওয়ার্ড
এছাড়া বিভিন্ন শাখায়- ফকির শাহাবুদ্দিন (ফোক শিল্পী), কাজী শুভ (আধুনিক সংগীত শিল্পী), কিরণ চন্দ্র রায় (সংগীত), খন্দকার বাপ্পি (সংগীত), লারা লোটাস (অভিনেত্রী ও নৃত্য শিল্পী) সৌরভ সোহাগ (ফ্যাশন কোরিওগ্রাফি) সহ বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিত্বদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে সুহানা খানের ড্রেসে ডিজাইনে ও ব্যাং ফ্যাশন হাউজের শীতকালীন পোশাকে, সৌরভ সোহাগের কোরিওগ্রাফিতে মনমুগ্ধকর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। স্পনসর ছিলেন জলছাপ বুটিকস্ লতিফশাহ মেমোরিয়াল একাডেমী, মমতাজ হারবাল, ব্যাং ফ্যাশন হাউজ, মিডিয়া পার্টনার – দৈনিক নতুন সময, স্বদেশ নিউজ 24.কম, চ্যানেল মুস্কান, বাংলা রাজ-২৪ ডটকম,