17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

সন্ত্রাসীদের আতংকে যুব নেতা আলিফ ।

অপরাধসন্ত্রাসীদের আতংকে যুব নেতা আলিফ ।
খবরটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : নাম সাইফ আলি মোল্লাহ্ (আলিফ) মিরপুরের ঐতিজ্যবাহি মোল্লাহ্ পরিবারের কৃতি সন্তান, অল্প বয়সে শুরু হয় তার রাজনীতি জীবন, তার চাচা রাজধানী মিরপুরের ১৬ আসনের তিনবারের সফল সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

তারই হাত ধরে শুরু হয় আলিফ মোল্লার রাজনীতি জীবণ, ধিরে ধিরে তার স্বপ্ন হয়ে ওঠে নিজের চাচার মত একজন সত ও নিষ্ঠাবান রাজনীতি বিধ হবার, তারি সাথে আলিফ মোল্লাহ্ এলাকার অসহায় মানুষের বিপদে আপদে সব সময় ছুটে যায়, এমনকি এই করোনা মহামারিতে রাতের আধারে প্রয়োজনীয় খাবার নিয়ে ছুটে ছিলেন সাধারন মানুষের দোয়ারে দোয়ারে।

এবং করোনা মহামারির সময় পুরো দেশ যখন লোকডাউনে তখন তিনি সেই রাজার মত জীবন যাপন ছেরে এলাকার সাধারন মানুষদের সুস্থ রাখতে প্রতিনিয়োত ১৬ আসনের প্রতিটি অলিতে গলিতে জীবানু নাষক ঔষধ ছিটিয়েছেন, এভাবে আলিফ মোল্লাহ ১৬ আসনে প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সে সব দেখে কিছু কুচক্রী মহল সহ্য করতে পারেনি । তার রাজনীতি জীবনে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্ঠা শুরু করে।

সে সাথে তাকে বরাবরি মুঠোফোনে কল করে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। সাইফ আলি মোল্লাহ্ (আলিফ) এই প্রতিবেদককে বলেন সন্ত্রসী কিলার সাহাদাত আমাকে আমার মুঠোফোনে কল করে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে আমি যেন রাজনীতি না করি যদি করি তাকে প্রতিমাসে মোটা অংকে চাঁদা দিতে হবে যদি না দেই তাহলে সে যেকনো সময় আমার বরধনের ক্ষতি করতে পারে।

আমি ভয় পাই না তবুও ভালো কাজ করতে গেলে এমন বাধার সম্মুখীন হতে হবে, এটাই সাভাবিক সে বিষয়ে আমি পল্লবী থানায় একটি জিডি করেছি এবং আইনের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষন করছি যে এসব এর সাথে যারা জরিতো তারা যেন আইনের আউতায় আসুক।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x