সাকিবকে নিয়ে যা বললেন সেই স্বর্ণ ব্যবসায়ী

সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে সাকিব আল হাসানের নেতৃত্বে এ অবিস্মরণীয় জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স।

বাংলাদেশকে এ অসাধারণ জয় এনে দিতে ব্যাট ও বল হাতে নিজেও দ্যুতি ছড়িয়েছেন সাকিব। স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন তিনি।

তবে সিরিজ শেষ করেই দুবাইয়ে গিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার দুবাইয়ের হিন্দ প্লাজায় একটি স্বর্ণের শোরুমের উদ্বোধন করেন টাইগার অধিনায়ক সাকিব। এ প্রতিষ্ঠানটির মালিক আলোচিত ব্যবসায়ী আরাভ খান। মূলত তার কারণেই সমালোচিত হচ্ছেন এ অলরাউন্ডার।

তবে সব সমালোচনাকে ছাপিয়ে দুবাইয়ে গিয়েছিলেন সাকিব। এজন্য তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন আরাভ জুয়েলার্সের স্বত্বাধিকারী আরাভ খান।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরাভ খান তার ফেসবুক লাইভে এসে সাকিবের প্রতি এ কৃতজ্ঞতা জানান।

তিনি বলেছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও সাকিব আল হাসান ভাই আমার স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন। এ জন্য আমি সাকিব আল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

পাশাপাশি ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে নিজের বাসায় বসা একটি ছবি পোস্ট দিয়ে তিনি লেখেন, এত নিউজের পরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন। আপনি আসলেই খুব মহান, আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক সেই দোয়া করি।

16
6
3
5

Posts

প্রধান পৃষ্ঠপোষক: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি),মাননীয় সংদ সদস্য ঢাকা ১৬,
প্রধান উপদেষ্ঠা: সাইদুর রহমান রিমন, সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন
চেয়ারম্যান ও প্রকাশক: মোঃ মাসুদ রানা (জিয়া), সহকারি সম্পাদক, দৈনিক অগ্নিশিখা,
সম্পাদক: শাহাজাদা শামস ইবনে শফিক
সহ-সম্পাদক: মোঃশরিফুল ইসলাম (রবিন)

সম্পাদকীয় কার্যালয়
১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০
বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪
বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭
Gmail:banglarrazpratidin@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by banglarraz24.com © 2022
x

Contact Us