23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

সিনেমায় ব্যস্ততা বাড়ছে এলিনা শাম্মীর

বিনোদনসিনেমায় ব্যস্ততা বাড়ছে এলিনা শাম্মীর
খবরটি শেয়ার করুন

একজন উপস্থাপিকা হিসেবেই মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন এলিনা শাম্মী। এর পাশাপাশি মডেলিং ও নাটকেও অভিনয় করতেন তিনি। নাটকের অভিনয়ে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের পর শুরু করেন নতুন অভিযাত্রা। সিনেমার বৃহৎ ক্যানভাসে নিজেকে নিযুক্ত করেন এই অভিনেত্রী।

বর্তমানে সিনেমাতেই বেশি ব্যস্ত তিনি। সেই ধারাবাহিকতায় মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিতব্য ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৮ অক্টোবর থেকে শুরু করছেন ছবিটির শুটিং। এতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয়ে দেখা যাবে।

এতে অভিনয় প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, টুঙ্গিপাড়ার দু:সাহসী খোকা- আমার একটা নতুন স্বপ্ন। কৃতজ্ঞতা জানাচ্ছি সিনেমার পরিচালকের প্রতি। এতে আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না।

এরই মধ্যে তিনি জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘কাগজ’ সিনেমায় অভিনয় করছেন। এছাড়া এলিনা শাম্মী এরইমধ্যে অংশ নিয়েছেন ইমদাদুল হক খোকনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’র কাজে। চলতি বছরের শুরুতে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হন এলিনা শাম্মী। তিনি পরবর্তীতে শেষ করেছেন বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ।

ইফতেখার শুভর ‘মুখোশ’ ও রাসেল মিয়ার ‘বিদায় বেলা’ সিনেমার কাজও তিনি শেষ করেছেন। অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসিত হন তিনি। অভিনয়ের এই গতিশীলতা বজায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x