23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

সুপার ওভারও যদি টাই হয়…

খেলাসুপার ওভারও যদি টাই হয়...
খবরটি শেয়ার করুন

পাঁচ বছরের বিরতির পর আবারও এলো টি ২০ বিশ্বকাপ। ওমানে আজ শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরের আয়োজক ভারত। কিন্তু খেলা হচ্ছে আরব আমিরাত ও ওমানে। গত জুনে ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে কোভিড-১৯ মহামারির দরুন অবনতিশীল পরিস্থিতি এবং সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল। প্রথম রাউন্ডে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে রয়েছে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। বি-গ্রুপের দলগুলো হলো-বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। দুই গ্রুপের প্রতিটি দল একবার খেলবে পরস্পরের বিপক্ষে। আল আমেরাত, আবুধাবি ও শারজায় ১২ ম্যাচের পর দুই গ্রুপের শীর্ষ দুটি দল চলে যাবে পরের রাউন্ড সুপার টুয়েলভে। সেখানে তারা যোগ দেবে টি ২০ র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের সঙ্গে। সুপার টুয়েলভে দলগুলোকে আবারও ভাগ করা হবে দুটি গ্রুপে।

গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ ১ ও বি ২।

গ্রুপ-২ এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বি ১ ও এ ২।

আবারও প্রতিটি দল নিজ নিজ গ্রুপে একবার মোকাবিলা করবে পরস্পরের। এই রাউন্ডে থাকছে ৩০ ম্যাচ। খেলা হবে দুবাই, আবুধাবি ও শারজায়। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল চলে যাবে সেমিফাইনালে। দুই রাউন্ডেই জয়ী দল পাবে দুই পয়েন্ট। ম্যাচ টাই হলে কিংবা পরিত্যক্ত অথবা ফলাফল না হলে দুদল পাবে এক পয়েন্ট করে। নিজ নিজ গ্রুপে দুই কিংবা তার বেশি দলের পয়েন্ট সমান হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ জয়ের সংখ্যা, নেট রানরেট এবং হেড-টু-হেড ফলাফল (প্রথমে পয়েন্ট, এরপর ওই ম্যাচে নেট রানরেট বিবেচনা করা হবে)। এছাড়াও প্রথম রাউন্ডের ফল এবং সুপার টুয়েলভের বাছাই বিবেচনা করা হবে।

এই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপে রিভিউ (ডিআরএস) ব্যবস্থা থাকছে। প্রতিটি দল ইনিংসে সর্বোচ্চ দুবার ডিআরএস নিতে পারবে। দুবারই অসফল হলে দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যাবে না।

ম্যাচ টাই হলে সুপার ওভার। সুপার ওভারও যদি টাই হয়, যে কোনো একটি দল না-জেতা পর্যন্ত সুপার ওভার চলবে। বৈরী আবহাওয়া কিংবা সময়ের স্বল্পতার জন্য যদি সুপার ওভার খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ টাই ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুদল পাবে এক পয়েন্ট করে।

সেমিফাইনালে যদি ফলাফল নির্ধারণ না হয় (অথবা ম্যাচ পরিত্যক্ত হয়), তাহলে সুপার টুয়েলভে নিজের গ্রুপে ওপরের দিকে থাকা দল ফাইনালে চলে যাবে। ফাইনালেও যদি একই ধরনের ঘটনা ঘটে, তাহলে দুদলকে যুগ্মভাবে জয়ী ঘোষণা করা হবে।

গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। শুধু দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x