17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

স্ত্রীকে নিয়ে মধ্যরাতে দুবাই যাচ্ছেন মোস্তাফিজ

খেলাস্ত্রীকে নিয়ে মধ্যরাতে দুবাই যাচ্ছেন মোস্তাফিজ
খবরটি শেয়ার করুন

ভিসা জটিলতায় রোববার (১২ সেপ্টেম্বর) রাতে আরব আমিরাতের পথে সাকিবের সঙ্গী হতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সঙ্গে যাবেন তার স্ত্রীও।

বিমানবন্দরে ক্রিকেটার ও কোচ-সংগঠকদের অভ্যর্থনা এবং বিদায় জানানোসহ আনুষ্ঠানিকতা সম্পাদনে যিনি সবসময় থাকেন, সেই ওয়াসিম খান জানিয়েছেন এ তথ্য।

তিনি বলেন, গতকাল যাওয়ার কথা ছিলো। টিকিটও কাটা ছিলো। কিন্তু ভিসা হাতে না পাওয়ায় যেতে পারেননি মোস্তাফিজ। আজ যাচ্ছেন এবং সঙ্গে তার স্ত্রীও যাবেন।

আইপিএলে মোস্তাফিজ এই মৌসুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। করোনার কারণে আসর বন্ধ হওয়ার আগে দলের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x