এইচ. এম. রাসেল : মিরপুরে মোঃ নাসির নামের এক ব্যক্তি স্ত্রীর এর পরিবারের নির্যাতন সইতে না পেরে থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি অভিযোগে বলেন মিরপুর ১২ পল্লবী থানার পিছনে সিদ্দিকুর রহমানের বাড়ীতে আমি ও আমার স্ত্রী আমেনা বেগম ভাড়া থাকি বিগত ৩বছর পূর্বে আমাদের বিবাহ হয়। বিবাহের পড় থেকেই আমার শশুড় বাড়ীর লোকজন আমার সাথে বিভিন্ন সময় কারন অকারনে ঝামেলা করে আসছিলো আমি আমার সংসারের চিন্তা করে তাদের অত্যাচার সহ্য করে আসছিলাম।
আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে চলাফেরা করে, সে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করতো সে বিষয়ে আমি বাধা দিলে সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে তালাক ও নারী নির্যাতন মামলার হুমকি দিতো।
আমি অল্প টাকার চাকুরী করে সংসারের খরচ থেকে কিছু টাকা জমিয়ে রাখলে সে টাকা গুলো আমার স্ত্রী নিজের বাবার বাড়ীতে পাঠিয়েদিত।
গত ৬-১০-২০২১ তারিখে আমার ঘরে থাকা ২৫০,০০০ টাকা ও দেড় ভরি স্বর্ণ আমার স্ত্রী নিজের বাবার বাড়ীতে পাঠিয়ে দেয় এ বিষয়ে আমি তার কাছে জান্তে চাইলে সে আমার চাচা শশুর হাবু, জসিম, সেলিনা ও আমার শাশুরি মমতাজ বেগম সহ অজ্ঞত নামা কয়েকজন লোক মিলে আমাকে মারধর করে শরীরে গুরুতর জখম করে এবং আমার স্ত্রী নারী নির্যাতন মামলা ও আমার বড়ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।