হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক অনলাইন বার্তায় একথা জানান তিনি। খালেদা জিয়াকে অক্সিজেন দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার বিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপি মহাসচিব জানান, সিসিউতে নেয়ার পর চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি; স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা।
তার ব্যাক্তিগত চিকিৎসকরা জানান, সিসিইউতে নেয়ার আগে ও পরে খালেদা জিয়ার যতো স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার সবগুলো ফল পর্যালোচনা করে চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে মেডিকেল বোর্ড।
১১ এপ্রিল করোনা শনাক্তের পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। ১৪ দিন পরও তার করোনা নেগেটিভ না আসায় ২৭ এপ্রিল ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। দশ সদস্যের মেডিকেল বোর্ডের তত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।