14.7 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

স্পেনের কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি, লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিকস্পেনের কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি, লাখো মানুষের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন

স্পেন থেকে বিচ্ছিন্ন করে কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে লাখো মানুষের বিক্ষোভ মিছিল হয়েছে বার্সেলোনায়। তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি) এই কর্মসূচির আয়োজন করে। খবর রয়টার্স এর।

গতকাল শনিবারের মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। তবে মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। অন্তত এক লাখ আট হাজার মানুষ এই মিছিলে অংশ নেন বলে জানিয়েছে স্পেন পুলিশ। যদিও এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখের বেশি।

উল্লেখ্য, ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র‍্যালি। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালুনিয়া দখল করে স্পেন। সেই দিনের কথাও মিছিলে স্মরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x