বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজামসহ ১১ জন বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন বলেন, ‘সাংবাদিকতা পেশাটা ঝুঁকিপূর্ণ পেশা, ঝুঁকির কথা জেনেই এই পেশায় আসা। হামলা-মামলা হলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন, মামলার কারণে জেলে গেলে নিজে ভেবে নেবেন আপনি এখন কিছুদিনের জন্য বিশ্রামে আছেন। যারা মামলা-হামলাকে ভয় পান, তাদের সাংবাদিকতা পেশায় না আসাই ভালো। ‘
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিএমএসএফ এর সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, বিএমএসএফ এর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক আনিস লিমন, দৈনিক নতুন সময় প্রত্রিকার সম্পাদক নাজমুল হক শ্যামল প্রমুখ।
এর আগে, গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।
‘জিয়া-এরশাদের সেই বিচ্ছু শামসু এখন’, ‘২৬০০ ডোজ টিকা চুরি করেও ধরাছোঁয়ার বাইরে হুইপ সামশুল’, ‘টাইপ মেশিন চোর থেকে সংসদের হুইপ বিচ্ছু শামসু’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী বিশিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এ মামলা করেন।