মোঃ নাজিম উদ্দিন বাবু, বাদশা, সাজ্জাদ : একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে কণ্ঠে কণ্ঠে সেই গান- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সহ স্থানী আওয়ামী লীগ নেতা ও নেতৃবৃন্দরা সকল শহীদের প্রতি পুষ্পাঞ্জলী দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার ২১ শে ফেব্রুয়ারি ওহাব কলোনী ক্লাব দঃবাসাবো মাদ্রাসা গলি, ১০ এর মোড় এবং মাদার টেক শহীদ মিনার এ পুষ্পাঞ্জলী দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।