চলতি বছরের শুরুর দিকে মহামারি আকার ধারণ করা ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটিতে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২ জনে। ভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৭০।
তবে দেশটিতে এক মাসের বেশি সময় ধরে দৈনিক ৩ শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার মাত্র ২ দশমিক ১৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে ওই দেশের টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করা উচিৎ।
আর তাতে যদি রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে ভারতের বর্তমান পরিসংখ্যান বলছে দেশটির করোনা তাদের নিয়ন্ত্রণে।