12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫১ জনের মৃত্যু

সারাদেশ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫১ জনের মৃত্যু
খবরটি শেয়ার করুন

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সোমবার পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪৬ জন।

এ সময় এক হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার আগের ২৪ ঘন্টায় পজেটিভ শনাক্ত হয়েছিল এক হাজার ২৪৫ জনের।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড় খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের। আর মোট রোগী শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৫৩ জন।

অপরদিকে খুলনা মহাগরীর হাসপাতালগুলোয় মৃতের সংখ্যা বাড়ছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর চারটি হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান ১০ জন, জেনারেল হাসপাতালে দু’জন, বেসরকারি গাজী হাসপাতালে চারজর ও আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, আবু নাসের হাসপাতালে করোনা ইউনিট চালুর পর এটিই প্রথম মৃত্যু।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x