জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের তখন প্রয়োজন ছিল ১৫ বল ৫০ রান। উইকেটে তখন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল।
তখনও অনেকেই আশা করেছিলেন এখান থেকেও দলকে বের করে আনা সম্ভব। না তা পারেনি কলকাতা। আজ রোববার আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৩৮ রানে হেরেছে সাকিবের দল।
এর আগে দ্বিতীয় ম্যাচে সাকিবের দল কলকাতা ১০ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে। প্রথমে ব্যাট করে ১৫২ রান করে মুম্বাই। তবে এই মামুলি লক্ষ্যে পৌঁছাতে পারেনি কলকাতা। তাদের ইনিংস থেমে যায় ১৪২ রানে।
সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন একটি উইকেট। পরে ব্যাট হাতে পাঁচ নম্বরে সুযোগ পান তিনি, উইকেট বিলিয়ে আসেন ৯ বলে ৯ রান করে।
আর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাদের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৩ রান করেন। আর চার ওভার বল করে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন।
এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় দলটি। এরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। তাই আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে সাকিবকে কিনে নেয় কলকাতা।
আরও পড়ুন : ফের ৩৬ লাখ কৃষক-শ্রমিককে নগদ সহায়তা দিচ্ছে সরকার
আরও পড়ুন : নড়াইলে জনসাধারণের মধ্যে বিতারণের জন্য স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী ডিসি”র বিতারণ