1. admin@banglarraz24.com : banglarrazrobin :
আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি - Banglarraz24
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি

  • প্রকাশ কাল : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ জন দেখেছে
আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি

বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন। ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও।

সেই পোস্টে পরীমণি লিখেন, আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews