1. admin@banglarraz24.com : banglarrazrobin :
ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা করল ইরান - Banglarraz24
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা করল ইরান

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪ জন দেখেছে
ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা করল ইরান

গেল বছরের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার স্মরণে গতকাল আনুষ্ঠানিকভাবে ‘সেবা-শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৬৩ বছর বয়সি রাইসি ইরান এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি একটি সরকারি সফরের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ হন। রাইসি এবং তার সহযোগীরা, যার মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানও ছিলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরাস নদীর ওপর নির্মিত দুটি বাঁধ উদ্বোধনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

রাইসি ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। তার পাঁচ বছর বয়সে বাবা মারা যান। রাইসি ১৫ বছর বয়সে কোমের একটি সেমিনারে যোগ দেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি।
২০১৭ সালে রাইসি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হেরে যাওয়ার পর খামেনি তাকে বিচার বিভাগের প্রধান করেন। মাত্র ২৫ বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হওয়ার পর তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থি আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হন।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews