সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে আর প্রেম আসবে না বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এই কথায় যারা বিশ্বাস রাখতে পারছেন না, তাঁদের জন্য পরী জানিয়েছেন এটা তিনি লিখে দিতে পারবেন।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরী। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’
পরী মণি ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন। যার অধিকাংশই ছিল ব্যক্তিজীবন কেন্দ্রিক। কখনো প্রেম, কখনো বিয়ে-বিচ্ছেদ কিংবা কারাগারকাণ্ড- পরী বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে।
সম্প্রতি পরী মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি ব্যক্তিজীবন সম্পর্কে। তবে এই সাক্ষাৎকারে পরী ফের বিস্ফোরক মন্তব্য করেছেন শরিফুল রাজ প্রসঙ্গে। নায়িকার দাবি, সন্তান রাজ্যে কোন খোঁজ রাখেন না রাজ।
প্রকাশক : মোঃ মাসুদ রানা, সম্পাদক: শাহজাদা সামস ইবনে শফিক,বার্তা সম্পাদক: সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক
নির্বাহী সম্পাদক: মো শরিফুল ইসলাম (রবিন)। সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০
© All rights reserved © 2019 banglarraz24.com