কামরুল ইসলাম টিটু | স্টাফ রিপর্টার : ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের ১ঘন্টা ১০ মিনিট চেষ্টায় রাজধানীর ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আইসিইউর এসি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দেড়টার পরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, ‘দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে ঢাকা শিশু হাসপাতালে আগুনের খবর আসে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।জানা গেছে, হাসপাতালের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত। এরই মধ্যে হাসপাতালের আইসিইউ ও ওয়ার্ড থেকে সব রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন কোন দরনের হতহতের খবর পাওয়া যায়নি হাসপাতালের আসে পাসের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।