1. admin@banglarraz24.com : banglarrazrobin :
পরিচালকের খেয়ালিপনায় নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে সুমি (ভিডিও) - Banglarraz24
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

পরিচালকের খেয়ালিপনায় নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে সুমি (ভিডিও)

  • প্রকাশ কাল : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫ জন দেখেছে
পরিচালকের খেয়ালিপনায় নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে সুমি (ভিডিও)

চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করে নিজেকে রক্ষায় ঝাঁপিয়ে পড়লেন এই অভিনেত্রী। কিন্তু হায়! পরিচালক তার পিছু ছাড়ল না। অপেক্ষায় রইল কখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েন সুমি। এটা কোনো নাটক-সিনেমার গল্প নয়। সত্যি-সত্যিই মতলববাজ পরিচালকের ফাঁদে পড়েছিলেন শাহনাজ সুমি।

সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিলে তাকে।

নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সুমি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলেন তিনি। ওই নির্মাতা তাকে চকলেটের প্যাকেট ভেঙে অর্ধেকটা খেতে দেন। খাওয়ার ৭ থেকে ৮ মিনিটের মাথায় অভিনেত্রীর মাথা ভার হতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বিপদ এড়াতে সেখান থেকে বেরিয়ে পড়েন সুমি।

অভিনেত্রী আরও জানান, অফিস থেকে বের হওয়ার পরও তার পিছু নিয়েছিলেন ওই নির্মাতা। সুমি বলেন, পরিচালকের অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। তখন নির্মাতা আমার পেছনে এসে জিজ্ঞাসা করল, এখনো যাওনি? এসো, ভেতরে এসে বসো। তখন আমি বললাম—না, আমাকে এখন যেতেই হবে।

সুমি আরও বলেন, লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নির্মাতা তখন আমার পেছনে পেছনে নামতে লাগল। আমাকে আবারও জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম। ঘটনা বর্ণনা করলেও পরিচালকের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।

রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহণ করে শোবিজে যাত্রা করেন সুমি। একই সময়ে ‘সোনার পাখি রুপার পাখি’নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন শাহনাজ সুমি।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews