বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানীর মিরপুর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। পল্লবীর ১২ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মিরপুর ১১ নম্বর বাংলা স্কুলের সামনে এসে শেষ হয়।
বৈশাখী সাজে সজ্জিত নেতাকর্মীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নববর্ষের এই আয়োজনে দলীয় নেতারা বলেন, “পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম উৎসব। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ করে এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে।”
এ সময় তারা শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলনেও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।