রাজধানীর মিরপুর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
তারা হলেন- আঁখি আক্তার (২৫), রুমা আক্তার (৩০), ইয়াসমিন ইয়ামিন (৩০) ও মোঃ আরমান (৩৫)।
তবে এই চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মাদক সম্রাজ্ঞী শাহানাজ, হালিমা এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পল্লবী ও আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৪।