ফাঁকা গুলি ছুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানে অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই।
একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান। ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি।
তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে। খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।
পাকিস্তানের আরেক শহর লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোরের বিভিন্ন অংশে আকাশে গুলি চালানো এবং সহিংস পরিবেশ তৈরির পর এই অভিযান চালিয়েছে পুলিশ। করাচির আরেকটি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক : মোঃ মাসুদ রানা, সম্পাদক: শাহজাদা সামস ইবনে শফিক,বার্তা সম্পাদক: সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক
নির্বাহী সম্পাদক: মো শরিফুল ইসলাম (রবিন)। সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০
© All rights reserved © 2019 banglarraz24.com