1. admin@banglarraz24.com : banglarrazrobin :
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরা - Banglarraz24
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরা

  • প্রকাশ কাল : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২ জন দেখেছে
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরা

পহেলগাঁওকাণ্ডে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বলিউড অঙ্গনে পাকিস্তানের তারকাদের বয়কটের ডাক উঠেছে। এবার সেই ডাকে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ‘সনম তেরি কসম-২’ সিনেমার নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রুর। তাদের আসন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হুসাইনকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নির্মাতা লিখেছেন—দেশ, রাজ্য ও বাসিন্দাদের ওপর যে কোনো ধরনের সন্ত্রাসই ঘৃণ্য।

পাকিস্তানের যেসব তারকা ভারতে কাজ করছেন, ভালোবাসা পেয়েছেন— এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছেন। তবে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি। কারণ দেশ সবসময় সবার আগে। জয় হিন্দ।

গত ২২ এপ্রিল ধর্ম পরিচয়ে ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালানো হয়। এতে প্রায় ২৬  পর্যটক প্রাণ হারান। এরপর থেকে উত্তাল হয়ে যায় পুরো ভারত। এমন পরিস্থিতিতে যদিও ‘সনম তেরি কসম’ সিনেমার অভিনেত্রী মাওরা হুসাইন প্রতিবাদে গর্জে ওঠেন।

সামাজিক মাধ্যমের একটি পোস্টে পহেলগাঁও হামলার কথা উল্লেখ করেননি ঠিকই অভিনেত্রী। তবে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। পোস্টে মাওরা হুসাইন লিখেছেন— নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ— আমাদের সবার ওপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে?

তা সত্ত্বেও সিনেমা থেকে পাকিস্তানের অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। ‘সানাম তেরি কসম’ সিনেমার অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক অভিনেত্রীর বিরুদ্ধে সুর মেলাতে শুরু করেন।

পাকিস্তানের কোনো তারকা সিনেমায় কাজ করলে তিনি নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন অভিনতা। এরপরই যেন শাস্তি দেওয়া হলো পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে।

সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেত ‘সনম তেরি কসম’ সিনেমার সিক্যুয়েল। তবে তার আগে সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী মাওরা হুসাইন।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews