অবশেষে গুঞ্জনই সত্য হলো। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচ লা লিগা মৌসুম শেষে আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন।
চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি।
জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের নতুন হেড কোচ হিসেবে যোগ দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছেন। স্প্যানিয়ার্ড এই কোচ প্রাথমিকভাবে গ্যালাক্টিকোদের সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন বলে দাবি করেছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।
এদিকে, চলতি বছরে বুন্দেসলিগা মৌসুম শেষে, কার্লো আনচেলত্তির স্থানে দায়িত্ব গ্রহণ করবেন জাবি আলোনসো। খবরটি নিশ্চিত করেছেন ফুটবল বিষয়ক সংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে সান্তিয়াগো বার্নাব্যুতে তার কোচিং স্টাফ চূড়ান্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করছে, আলোনসো এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।
এদিকে, নিজের উত্তরসূ্রী হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
কার্লো আনচেলত্তি বলেন, আমি জানতে পেরেছি যে, আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।
প্রকাশক : মোঃ মাসুদ রানা, সম্পাদক: শাহজাদা সামস ইবনে শফিক,বার্তা সম্পাদক: সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক
নির্বাহী সম্পাদক: মো শরিফুল ইসলাম (রবিন)। সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০
© All rights reserved © 2019 banglarraz24.com