রুপনগরের রুপ পরিবর্তনে সফল | কর্মে সৃজনে মানবিকতায় অনন্য পুলিশের এই কর্মকর্তা। অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের কারণে পুলিশে প্রশংসা আছে রুপনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) মাহাম্মদ আব্দুল মজিদ।
এর বিভিন্ন অপরাধ দমনে কর্মক্ষেত্রে প্রশংসিত হয়েছেন। পুলিশিসেবার বাইরে গিয়ে মানবিক কাজ করতে তিনি ভালোবাসেন। নানান জনকল্যাণমুখী কাজ জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে পরিচিতি দিয়েছে।
সুনামের সঙ্গে বর্তমানে রাজধানীর মিরপুর পল্লবীর রুপনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তার দায়িত্ব পালান করছেন তিন। মেধাবী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত (ওসি) আব্দুল মজিদ।
যেখানেই কর্মরত থেকেছেন, সেখানেই সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিতে কাজ করেছেন। সবসময় চেয়েছেন থানায় আসা সেবাপ্রত্যার্শীরা যেন সঠিক সেবাটি পান। এজন্য অনুজদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাতে সফলও হয়েছেন।
ডিএমপি ও ঢাকা জেলা পুলিশে কর্মরত অবস্থায় নিজের মেধাগুণে সাধারণ মানুষ, সহকর্মী ও অধিস্তন পুলিশ সদস্যদের কাছে হয়েছেন সৃজনশীল ও ইতিবাচক পুলিশ কর্মকর্তা।
প্রকাশক : মোঃ মাসুদ রানা, সম্পাদক: শাহজাদা সামস ইবনে শফিক,বার্তা সম্পাদক: সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক
নির্বাহী সম্পাদক: মো শরিফুল ইসলাম (রবিন)। সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০
© All rights reserved © 2019 banglarraz24.com