1. admin@banglarraz24.com : banglarrazrobin :
‘স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল’ হওয়ার প্রতিশ্রুতি সাদিয়া আয়মানের - Banglarraz24
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

‘স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল’ হওয়ার প্রতিশ্রুতি সাদিয়া আয়মানের

  • প্রকাশ কাল : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৬ জন দেখেছে
‘স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল’ হওয়ার প্রতিশ্রুতি সাদিয়া আয়মানের
সাদিয়া আয়মান/ফেসবুক

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সমর্থন জানিয়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে নিজের অঙ্গনের মানুষদের বিরাগভাজন হলেও পিছিয়ে যাননি। তবে সম্প্রতি একটি ওয়েব কনটেন্টের ‘অদ্ভুতুড়ে’ প্রমোশন করতে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন তিনি। তার ভক্তরাই বনে গেছেন সমালোচক।

গত ২১ আগস্ট নিজের ফেসবুক পেজে একটি লাইভে সাদিয়া এমন ভঙ্গী করেন যেন বড় বিপদে পড়েছেন তিনি। ১০ মিনিটের এই লাইভে তার কান্না দেখে শুভাকাঙ্ক্ষীরা দুশিন্তায় পড়েন। তবে কিছু সময়ের মধ্যেই সাদিয়া একটি হরর ওয়েব কনটেন্টের পোস্টার শেয়ার দিতে বিভ্রান্তি কাটে ভক্তদের।

তবে সেই লাইভের জন্য সাদিয়ার ওপর ক্ষুব্ধ হন নেটিজেনরা। তারা প্রমোশনের নামে ভক্তদের বিভ্রান্ত করায় কাঠগড়ায় তোলেন তাকে। সমালোচনার মুখে পড়ে নিজের ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেন সাদিয়া।

অবশেষে ফেসবুকে ফিরে শুক্রবার (২৫ অক্টোবর) নিজের লাইভের বিষয়টি খোলাসা করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি । সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।’

বিতর্কিত লাইভের নেপথ্যের গল্প জানিয়ে সাদিয়া লিখেছেন, ‘এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন ।’

ভবিষ্যতে এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে । ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, অপূর্ব’র বিপরীতে শিহাব শাহিনের ওয়েবফিল্ম ‘মায়াশালিক’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান সাদিয়া আয়মান। এরপর ছোটপর্দায় অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড়পর্দায়ও অভিষেক হয়েছে তার।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews