1. admin@banglarraz24.com : banglarrazrobin :
৯০ মিনিট লড়াই করেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের - Banglarraz24
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

৯০ মিনিট লড়াই করেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৬৭ জন দেখেছে
৯০ মিনিট লড়াই করেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলকে পুরো ৯০ মিনিট আটকে রেখেছিল জামাল ভুঁইয়ার দল।

google news : banglarraz24

কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহুর্তে গোল হজম করে বাংলাদেশ। এতে পুরো ম্যাচ দুর্দান্ত খেলেও হার নিয়ে মাঠ ছাড়লো হাভিয়ের কাবরেরার দল। এর আগে প্রথম লেগে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধের লড়াইয়ে বাংলাদেশের রক্ষণভাগকেই পরীক্ষা দিতে হয়ে বেশ কয়েকবার। মিতুল মারমার দুর্দান্ত কিছু সেভে গোল হজম করতে হয়নি জামাল-তপুদের। অন্যদিকে বাংলাদেশও আক্রমণে গেছে কয়েকবার।

একটি সহজ গোলের সুযোগ মিস করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচের ৪৪ মিনিটে অধিনায়ক জামাল ভুঁইয়া মাঝমাঠের একটু সামনে থেকে ফাহিমের উদ্দেশ্যে থ্রু বল পাঠান। দুই ডিফেন্ডারকে পাশে রাখে ফাহিম বল পেয়েছিলেন ঠিকই। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি ফাহিম। প্রথমার্ধে এটাই সবচেয়ে বড় সুযোগ, যেটি মিস করে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews