1. admin@banglarraz24.com : banglarrazrobin :
দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো - Banglarraz24
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ জন দেখেছে
দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো

দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সের্হিও রোমেরো। আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রিভার প্লেটের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষিদ্ধ হন বোকা জুনিয়র্সের এই আর্জেনন্টিনা গোলরক্ষক। যেখানে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে গ্যালারিতে ছুটে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন রোমেরো।

ঘটনাবহুল ম্যাচটিতে ৯টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখান রেফারি। পরে নিজ দলের সমর্থকদের ক্ষোভের মুখেই পড়ে বোকা। এর ফলে শান্ত থাকতে পারেননি রোমেরো। শেষের বাঁশি বাজার পর গ্যালারিতে ছুটে গিয়ে নির্দিষ্ট এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান তিনি, যিনি ‘বাজে মন্তব্য’ করেছিলেন বলে দাবি রোমেরোর। পরে আরও বোকা জুনিয়র্স সমর্থক যোগ দেন।

যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক। তবে শাস্তি থেকে বাঁচতে পারেননি।

বোকা জুনিয়র্স এক বিবৃতিতে রোমেরোর শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে, ‘সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের খেলোয়াড় সের্হিও রোমেরোকে দলের পরের দুটি ম্যাচের (ক্লাব আতলেতিকো বেলগ্রানো ও আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে) স্কোয়াডে নেওয়া হবে না।’

এদিকে বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ঘটনায় জড়িত তিনজন সমর্থককেও চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৩৭ বছর বয়সী রোমেরোকে আরও শাস্তি হিসেবে জরিমানাও গুনতে হবে। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বার্তা দিয়েছেন তিনি, ‘ম্যাচ শেষে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি বোকার সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। ওই মানুষটি আমাকে গালি দিচ্ছিল, তাতে আমি মেজাজ হারিয়ে ফেলি। আমাদের কেউ হারার জন্য মাঠে যায় না, তারা (সমর্থকরা) যতটা জিততে চায়, আমরাও তাই চাই। এবার সেটা হয়নি। ওই মুহূর্তে আমি ঠিকভাবে ভাবতে পারিনি, মেজাজ হারিয়ে বসি। বোকার সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই। আমি ভুল করেছি। ঘটনাটা আমার এড়িয়ে যেতে হতো এবং চলে যেতে হতো। তাদের নিজেদের অনুভূতি প্রকাশের অধিকার আছে।’

খেলায় ২০তম মিনিটে একমাত্র গোলটি করেন রিভারের মানুয়েল লান্সিনি। শেষদিকে ক্রিস্তিয়ান লেমা লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়ে বোকা।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews