রাজধানীর বেইলি রোডে গত বৃহস্পতিবার রাতে বহুতল ভবনে আগুন লেগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।
গতকাল শনিবার ঢাকায় জাপান দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
অগ্নিকাণ্ডের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক জানিয়েছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর পাঠানো বার্তায় বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে ঢাকার একটি শপিং মলে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনার ভুক্তভোগী ব্যক্তিদের জন্য আমার প্রার্থনা রইল। শোকাহত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আমার গভীর শোক-সমবেদনা। বাংলাদেশের জনগণ ও সরকারকে আমি আমার গভীর সমবেদনা জানাই।’