1. admin@banglarraz24.com : banglarrazrobin :
ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ - Banglarraz24
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

  • প্রকাশ কাল : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৫ জন দেখেছে
ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ রোববার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায় পেঁয়াজের বড় এ চালানটি।

google news : banglarraz24

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সূত্রে জানা যায়, এরপর কাগজপত্র যাচাই-বাছাই শেষে পেঁয়াজের এ চালানটি সিরাজগঞ্জে পৌঁছার পর খালাস করা হবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।

দর্শনা রেলবন্দর সূত্র জানায়, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) কর্তৃক ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দর্শনা রেলপথের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। মোট ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। এ পেঁয়াজের চালানটি রোববার রাতেই সিরাজগঞ্জ উল্লাপাড়ার উদ্দেশে ছেড়ে যাবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, টিসিবির আমদানি করা প্রথম চালানের পেঁয়াজ বুঝে পাওয়া গেছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি পেঁয়াজের চালান ট্রেনযোগে দেশে আসতে পারে।

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews