1. admin@banglarraz24.com : banglarrazrobin :
মিরপুর পল্লবী সিরামিক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আহত ৩। - Banglarraz24
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

মিরপুর পল্লবী সিরামিক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আহত ৩।

  • প্রকাশ কাল : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮৬ জন দেখেছে
মিরপুর পল্লবী সিরামিক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আহত ৩।

মিরপুর পল্লবী সিরামিক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আহত ৩।

কামরুল ইসলাম টিটু | অফিস করসপনডেন্ট : রাজধানরীর মিরপুর পল্লবী এলাকার সিরামিক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আহত ৩।

সোমবার  দুপুর ১২টার দিকে মিরপুর পল্লবী  সিরামিক রোডে এ ধটনা ঘটে। সড়কের পাশে দাড়িয়ে  থাকা একটি রবরব পরিবহনের বাসকে পিছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি ।

google news : banglarraz24

এতে করে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়,  প্রাইভেট কারটিতে থাকা ৩ জন যাএি ছিল তারা সবাই  দুর্ঘটনায় আহত হয়েছেন । প্রথমিক ভাবে এলাকার উপস্থিত লোকজন    জানায় গাড়িটির চালক যাত্রীদের নিয়ে ঠিক ঠিক  করে  গাড়ি চালিয়ে আসছিলেন হঠাৎ করে দক্ষিণ দিকেই আসা  আর একটি প্রাইভেট কোন দরনের  সিগনাল না দিয়ে এসে প্রাইভেট কারটিকে  ধাক্কা দেয়  এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে  ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে  রবরব পরিবহনে পিছনে ধাক্কা দেয় পুলিশ আসার আগে এলাকার বাসিন্দারা গাড়ি  ২ টিকে জব্দ করে। আহত যাত্রিরা আর একটি  গাড়ি নিয়ে  তাদের গন্তব্যে চলে গেছে।

youtube

খবরটি শেয়ার করুন

এ ধরনের আরও খবর
© All rights reserved © 2019 banglarraz24.com
Theme Customized By BreakingNews